তুরস্কে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ২৫

আরো পড়ুন

তুরস্কের একটি কয়লার খনিতে বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছেন। এখনো আটকা আছে অনেক।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ অক্টোবর) বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার বিকেলে কৃষ্ণসাগরের উপকূলে আমরাসা এলাকায় অবস্থিত কয়লার খনিতে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণের সময় প্রায় ৩০০ লোক কাজ করছিলো ওই কয়লাখনিতে এবং তাদের অবস্থান ছিলো ভূগর্ভের প্রায় ৩০০ মিটার নিচে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানান, খনিতে আটকা পড়াদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরারা ঘটনাস্থলে পৌঁছায়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে তারা কাজ করছে। দুর্ঘটনার পর নিখোঁজদের স্বজনরা সেখানে ভিড় করেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু জানান, খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীর অংশটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৪৯ জনের মতো শ্রমিক কাজ করছিলো।

এদিকে তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ