যশোরের মনিরামপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় তারেক হোসেন (১৬) নামের এক বাক প্রতিবন্ধী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে উপজেলার ঝাপা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় সাতটার দিকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত তারেক বাগাডাঙ্গী গ্রামের রব্বানী গাজীর ছেলে এবং স্থানীয় একটি প্রতিবন্ধী স্কুলের ছাত্র। তারেকের চাচা কদম আলী এ মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
নিহতের চাচা কদম আলী জানান, বুধবার সকালে তারেক তার প্রবাসী এক ভাইয়ের মোটরসাইকেল চালিয়ে ঘুরতে বের হয়। ঘোরাঘুরির এক পর্যায়ে ঝাঁপা বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তারেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ সময় ঢাকায় নেয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।

