সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার উদ্ধার করেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে এক মোটরসাইকেল চালকের কাছ থেকে এই সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ৯৯ লাখ ৭৬ হাজার টাকা।
গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম জুলফিকার আলী(৪৪)। সে সাতক্ষীরার সদর উপজেলার খলিলনগর গ্রামের মৃত সলেমান মোল্যার ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদলের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৪৯ হতে প্রায় ৬শ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বাজার সংলগ্ন পাকা রাস্তা এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে সীমান্তের দিকে দ্রুত গতিতে চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করে বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেল চালক জুলফিকার আলীকে আটক পূর্বক তার কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০ পিচ সোনার বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। আটক সোনার আনুমানিক মূল্য ৯৯ লাখ ৭৬ হাজার টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আল-মাহমুদ ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বার এবং ১টি মোটরসাইকেলসহ ১ জন চোরাচালানীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ পূর্বক সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।

