মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আরো পড়ুন

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে শীতল দত্ত (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকালে জেলার শ্রীপুর উপজেলার রাধানগর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তার মৃত্যু হয়।

নিহত শীতল দত্ত উপজেলার রাধানগর গ্রামের শিবু দত্তের ছেলে।

স্থানীয় নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলাম জানান, শীতল দত্ত রাধানগর বাজার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে রাতে ঘুমিয়ে ছিলেন। সোমবার সকাল ৮টার দিকে তার মা পূজার জন্য ছেলেকে ডাকতে গেলে ছেলে না ওঠায় স্থানীয়দেয় সহায়তায় দোকানের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে শীতলকে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত অবস্থায় দেখতে পায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাব্বারুল ইসলাম জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ