চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা উপজেলার দর্শনা-গেদে বন্দর দিয়ে সড়কপথে ভিসা প্রদানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকাল ১০ টার দিকে দর্শনা নাগরিক কমিটির আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধান অনুষ্ঠিত হয়।
দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহাফুজুর রহমান মঞ্জু।
দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডলের উপস্থাপনায় আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাজি রুস্তম আলী, দামুড়হুদা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইক্রামুল হক, দর্শনা স্থলবন্দর বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক রেজাউল করিম লিটন প্রমূখ।
এ স্থলপথে ভারতীয়রা যাতায়াত করতে পারলেও বাংলাদেশিদের সে সুযোগ নেই। বাংলাদেশ কেন এই স্থলপথ ব্যবহারে বঞ্চিত হচ্ছে তা নিয়ে রয়েছে ধোয়াশা। তবে এ আন্দোলন শুধু দর্শনার নয় বরং ২৫ জেলার ভারতগামী মানুষের ভোগান্তি লাঘবে ও বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে অবিলম্বে দর্শনা-গেদের সড়ক পথে ভিসা চালু করার জোর দাবী জানান বক্তারা। সেই সাথে দাবী মানা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা জানান সকলেই।
এসময় এ আন্দোলনে একাত্বতা ঘোষণা করে মানবন্ধনে অংশ নেয় দর্শনা বন্ধন বহুমুখী প্রকল্প ও ভালোবাসার বন্ধন দর্শনা সহ সর্বস্তরের লোকজন।

