নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদ থেকে তিন মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার বীরাকান্দা গ্রামে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গেলে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাতে বেলাব থানা পুলিশের সহায়তায় এলাকাবাসী তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুরা হলো- বীরকান্দা গ্রামের কাউছার মিয়ার মেয়ে শিপা আক্তার (১০), একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (১০) ও মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা (৮)।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, রবিবার দুপুরে বৃষ্টির মধ্যে তিন শিশু নদে গোসল করতে যায়। সন্ধ্যায়ও বাড়ি ফিরে না যাওয়ায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। পরে খবর পেয়ে থানা থেকে পুলিশও যায়। একপর্যায়ে তারা নদের বীরকান্দা ঘাট থেকে হালিমার মরদেহ উদ্ধার করে। এ সময় খুঁজতে খুঁজতে রাতে পাওয়া যায় অন্য দুজনের মরদেহ। পরে তাদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

