কিলিয়ান এমবাপ্পে এখন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে আয়ে শীর্ষে আছেন ফরাসি ফুটবলার এমবাপ্পে।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’-এর করা এ বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।
জরিপ অনুযায়ী, ফ্রান্সের বিশ্বকাপজয়ী ২৩ বছর বয়সী এই তারকা চলতি মৌসুমে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করবেন।
এমবাপ্পের পিএসজি-সতীর্থ মেসি আছেন তালিকার দুইয়ে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ১২০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবেন। ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে তিনে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ উইঙ্গার রোনালদোর।
শীর্ষ পাঁচের বাকি দুই সদস্য হলেন-নেইমার জুনিয়র ও মোহামেদ সালাহ। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের ২০২২-২৩ মৌসুমের আয় প্রায় ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। আর লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড সালাহর আয় ৫৩ মিলিয়ন মার্কিন ডলার।
গত ৯ বছরে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের তকমা ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দখলেই। রোনালদো ও মেসির আগে সর্বশেষ তালিকার শীর্ষে ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড ব্যাকহাম।
জাগো/আরএইচএম

