গাজীপুরে রডে বিঁধে থাকা লাশ উদ্ধার

আরো পড়ুন

গাজীপুরে একটি আকাসিক এলাকার সীমানাপ্রাচীরের রডের সঙ্গে বিঁধে থাকা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

আজ শনিবার বেলা দেড়টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার শিমুলতলী হাউজিং এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম বাবুল ইসলাম (৪২)। তিনি বরিশালের পটুয়াখালীর মির্জাগঞ্জ সদর এলাকার নূরুল ইসলামের ছেলে। বর্তমানে গাজীপুর সদর উপজেলার চান্দনা আউটপাড়া এলাকায় বসবাস করতেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে, বাবুল ইসলাম গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় চুরি করতে গিয়ে ওপর থেকে দেয়ালের ওপর পড়েছেন। এ সময় দেয়ালে বের হয়ে থাকা রডের সঙ্গে বিঁধে বাবুলের মৃত্যু হয়।

গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির জানান, ওপর থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে কীভাবে পড়ে গেলেন, সেটা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। নিহত ব্যক্তির পকেট থেকে সুতা, চুম্বক ও মুঠোফোনের স্ট্যান্ড ও কিছু টাকা পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ