ঝালকাঠিতে শ্বাসরোধ করে মৎস্যজীবীকে হত্যা

আরো পড়ুন

ঝালকাঠির নলছিটিতে শ্বাসরোধ করে এক মৎস্যজীবীকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড় থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত কবির হাওলাদার (৩৮) উপজেলার পূর্ব সরমহল গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে। তিনি বড়শি দিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশের ধারণা, কবিরকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ দীঘির পাড়ে ফেলে রাখে দুর্বৃত্তরা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে তিনি বাসা থেকে বড়শি নিয়ে মাছ ধরার উদ্দেশে বের হন। পরে দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ