স্বতন্ত্র প্রার্থী শেখ ইব্রাহিমসহ ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আরো পড়ুন

বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির যশোর সার্কেল নির্বাচনে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক পদে শেখ মো. ইব্রাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তবে এর মধ্যে থেকে ঠাণ্ডু-সবুজ প্যানেল ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে শেখ মো. শরীফ বাবলু সায়েম সিদ্দিক পরিষদ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক বাদে, বাকি পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শুক্রবার (৮ অক্টোবর) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাড. ইসহক এর কাছে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা ।

ঠান্ডু-সবুজ প্যানেল থেকে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহিনুর হোসেন ঠান্ডু, সহ-সভাপতি পদে মশিয়ার রহমান, সিরাজুল ইসলাম, ওবায়দুল করিম ও সেলিম রেজা, সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক পদে এমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও উজির হোসেন, দফতর সম্পাদক রাজু আক্তার, ক্রীড়া সম্পাদক আলী রেজা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দিলু, প্রচার সম্পাদক শেখ সুলতান আহমেদ, কোষাধ্যক্ষ শেখ শওকত আলী রনি ও সাংস্কৃতিক সম্পাদক পদে আক্কাশ আলী। এছাড়া সদস্য পদে আলীম চৌধুরী, আব্দুল জলিল, জাহিদ হোসেন, সানি আহমেদ, ওলিউর রহমান, জহর আলী পাপ্পু, শাহনেওয়াজ রুশো, ইবাদ আলী, তুহিন হোসেন ও নাজিম আহমেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

অন্যদিকে, শেখ মো. শরীফ বাবলু সায়েম সিদ্দিক পরিষদ থেকে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শরীফ বাবলু, সাধারণ সম্পাদক পদে সায়েম সিদ্দিক, যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক রেজোয়ান আহমেদ ও শমসের আলী, ক্রীড়া সম্পাদক সবুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক এসএম আলম, কোষাধ্যক্ষ মুরাদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হোসেন রাজীব এবং সদস্য পদে শেখ আব্দুল মজীদ, রনি ও রাসেল মনোনয়নপত্র দাখিল করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ