উত্তর-পশ্চিম ইরানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ শতাধিক।
স্থানীয় সময় বুধবার (৫ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে।
দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
অঞ্চলটির গভর্নর মোহাম্মদ সাদেগ মোটামেডিয়ান বলেছেন, ‘পশ্চিম আজারবাইজান প্রদেশে ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানা ভূমিকম্পে ৫২৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি বলেছেন, ভূমিকম্প ও আফটারশকগুলোর কারণে ‘১২ টি গ্রামের ৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫০টি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।’
রাষ্ট্রীয় টেলিভিশন রাত ৩টা ৩০ মিনিটে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দোকান এবং ঘরবাড়ি ধ্বংসের ফুটেজ প্রচার করেছে।
জাগো/আরএইচএম

