ঢাকা-নারায়ণগঞ্জ রেল রুটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১টায় ঢাকা থেকে নারায়ণগঞ্জ স্টেশনে যাওয়ার পথে শহরের চাষাঢ়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনের দিকে আসছিল। স্টেশনে থামার আগেই এক বয়স্ক লোক রেললাইনে নেমে কিছু একটা খোঁজ করছিলেন। এরই মধ্যে ট্রেন চলে আসে এবং তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি, তার আনুমানিক বয়স ৬৫ বছর।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহতের লাশ উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। সেই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জাগো/আরএইচএম

