ছবি তুলতে গঙ্গায় নেমে স্ত্রীর সামনেই তলিয়ে গেল স্বামী

আরো পড়ুন

নদীকে পেছনে রেখে ছবি তুলতে নদীর অল্প পানিতে নেমেছিলেন স্বামী। কিন্তু স্ত্রী যখন মোবাইলে স্বামীর ছবি তুলতে ব্যস্ত, ঠিক তখনই নদীর জোয়ারে তলিয়ে যান স্বামী।

সোমবার (৩ অক্টোবর) দুর্গপূজার অষ্টমীর দিনে ভোরের ঘটনা।

এদিন উত্তর কলকাতার ভূতনাথ ঘাটে রাতুল নামে ওই ব্যক্তি গঙ্গায় নেমেছিলেন ছবি তুলতে। শেষ পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

উত্তর বন্দর থানার পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, মৃতের নাম রাতুল ভট্টাচার্য (৪২)। বাড়ি বাগুইআটির রঘুনাথপুরে। সোমবার ভোরে উত্তর কলকাতার ভূতনাথ ঘাটে গঙ্গায় তলিয়ে যান রাতুল। সেই সময় ঘাটে তেমন একটা ভিড় ছিল না। ফলে দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করার মতো তেমন কাউকে সেখানে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘাটে পৌঁছায়। খবর দেয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে। তাদের কর্মীরা এসে গঙ্গায় রাতুলের খোঁজ শুরু করেন। শেষ পর্যন্ত ভূতনাথ ঘাটেরই এক জায়গায় কাদায় আটকে থাকা অবস্থায় রাতুলের মরদেহ মেলে।

না বুঝে গঙ্গায় নেমে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার একাধিক ঘটনা ভূতনাথ ঘাটে আগেও ঘটেছে। কয়েক মাস আগেও হাওড়া থেকে উচ্চ মাধ্যমিকের দুই পরীক্ষার্থী ভূতনাথ ঘাটে এসেছিল স্নান করতে। জোয়ারের টানে তারা দুজনেই তলিয়ে যায়।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ