বগুড়ার শাহজাহানপুরে ওভারটেক করতে গিয়ে দুই বাসের সংঘর্ষে আহত হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে দুই বাস চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার নয়মাইল জামালপুর ফারহান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
বগুড়া সদরের ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এএসআই রকিবুল হাসান বলেন, ‘নয় মাইল এলাকায় দুই বাসের সংঘর্ষে ১৪ জন আহত হন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। শুধু দুজন চিকিৎসাধীন রয়েছেন। এদের কাছে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে নাম জানা গেছে।’
প্রত্যক্ষদর্শীদের বরাতে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ ইন্সপেক্টর নাদির হোসেন জানান, সকালে ওভারটেক করতে গিয়ে ঢাকাগামী আরকে ট্রাভেলস পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়াগামী এ খালেক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ সময় বাস দুটি দ্রুতগতিতে ছিল। সংঘর্ষে আরকে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
নাদির হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার বলেন, ‘এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে উভয় বাস চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’
জাগো/আরএইচএম

