শরীয়তপুরে আ.লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা, আহত ৫

আরো পড়ুন

শরীয়তপুরের ডামুড্যায় পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের অপরপক্ষের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডামুড্যা পৌরশহরে এ হামলার ঘটনা ঘটে।

এসময় বাইরে থাকা চারটি গাড়ি ভাঙচুর করেন দুর্বৃত্তরা এবং অন্তত ৫ জন আহত হয়েছেন।

ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি জানান, গোসাইরহাট উপজেলা থেকে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝির অফিসে নেতাকর্মীসহ নৈশভোজ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

এসময় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবরসহ ১৫/২০ জন লোকজন হামলা করেছে বলে অভিযোগ করেন আহতরা।
এতে সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদারসহ কমপক্ষে ৫ জন আহত হয়।

এসময় হামলাকারীরা উপজেলা চেয়ারম্যান কার্যালয় ভাঙচুর করে এবং নেতৃবৃন্দকে গালিগালাজ করে। এছাড়াও অফিসের নিচে থাকা গাড়ি ভাঙচুর করেন।

এ ব্যাপারে জানতে ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদকে কল দেওয়া হয়। কিন্তু সাংবাদিক পরিচয় পাওয়ার পর ওসি শরীফ আহমেদ কল কেটে দেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ