সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ নেতা আটক

আরো পড়ুন

সাতক্ষীরায় নবগঠিত পৌর বিএনপির সভা চলাকালে পৌর বিএনপির আহবায়ক শের আলী ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ ১০ নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের কামালনগর এলাকার সঙ্গীতার মোড়স্থ কাশেম প্লাজা থেকে তাদেরকে আটক করা হয়।

এছাড়া আটক করা হয়েছে পৌর মেয়র নবগঠিত পৌর বিএনপির সদস্য সচিবসহ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিনকে।

জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডবলু জানান, কাসেম প্লাজায় নবগঠিত পৌর বিএনপির সাংগঠনিক সভা চলছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছে। তারা সম্মিলিত এক জায়গায় কি কারণে বসেছিলেন সেটি জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ