ভারতে মন্দির থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৩১

আরো পড়ুন

পূজার মৌসুমে ভারতের উত্তরপ্রদেশে পৃথক দুটি দুর্ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই মন্দির থেকে ফিরছিলেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২০ জন।

শনিবার রাতের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাত। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মোদি। খবর এনডিটিভির

খবরে বলা হয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে উন্নাওয়ের ঘাটামপুর এলাকায়। চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ৫০ জনকে নিয়ে একটি ট্রাক্টর ট্রলি ফিরছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি।

পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। এই ঘটনায় স্থানীয় থানার ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে।
কানপুরের পুলিশ সুপার টি এস সিং জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেছিল পুলিশ। ফলে উদ্ধারকাজ শুরু হতে বিলম্ব হয়। কর্তব্যে গাফিলতির অভিযোগে থানার ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। মৃতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

এই মর্মান্তিক দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কানপুরের আরহিন উড়ালপুলের কাছে লরি-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়।

জানা গেছে, মালবোঝাই লরিটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা টেম্পোকে মুখোমুখি ধাক্কা দেয়। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ