কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, যেকোন রাজনৈতিক ও সামাজিক সংগঠনেরই তাদের মৌলিক অধিকার সমাবেশ ও মিছিল করা। সংবিধানে সুস্পষ্টভাবে বলা রয়েছে মিছিল, মিটিং, সমাবেশ সুশৃঙ্খল এবং শান্তি বজায় রাখতে হবে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেছেন, কোনক্রমেই মানুষের জীবন মানের উপর হুমকি সৃষ্টি করা যাবে না। জীবন-মানকে ঝুঁকির মধ্যে ফেলা যাবে না। কিন্তু আমরা দেখছি বিএনপি সমাবেশ থেকে মিছিল বের করে পুলিশের উপর হামলা করছে। পুলিশের উপর আক্রমণ করা হলে, পুলিশ বাধ্য হয় তাদেরকে নিভৃত করতে। বিএনপি মিথ্যাচার করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।
তিনি আরো বলেন, বিএনপি ১৩ সালে ফিরে যেতে চায়। তারা নির্বাচনে যাবে না। গাড়িতে আগুন দিবে, ইলেকট্রি লাইন তুলে দেবে, ট্রেনে আগুন দেবে, জীবন্ত মানুষকে মারবে। কিন্ত এটি আমরা করতে দেবো না। এখনকার আইনশৃঙ্খলা বাহিনী অনেক সুশৃঙ্খল।
এর আগে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন শুরু করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
জাগো/আরএইচএম

