টেকনাফে ৩৩ কেজি গাঁজাসহ আটক ১

আরো পড়ুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শাহানা আক্তার (৩৭) নামে একজন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক মোঃ বিল্লাল উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ পশ্চিম ফুলের ডেইল স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে জনৈক মহিলা কৌশলে পালানোর চেষ্টা করলে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম ফুলের ডেইল এলাকার সাইফুল ইসলাম প্রঃ অলি আহমদের স্ত্রী শাহানা আক্তার (৩৭) কে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত মহিলার বসত ঘরের খাটের নিচ থেকে তার নিজ হাতে বের করে দেয়া তিনটি বস্তার ভেতর হতে সর্বমোট ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মহিলা জানায় জব্দকৃত মাদকদ্রব্যসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ