যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৬ কেজি গাঁজাসহ একাধিক মামলার তিন আসামিকে আটক করেছে পুলিশ।
আটক আসামিরা হলেন বেনাপোল পোর্টথানাধীন গাতিপাড়া গ্রামের বাবুল ফকির (৪৮), রাজিব হোসেন (২৪), মিলন হোসেন (২১)।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ জানান, বেনাপোল পোর্টথানাধীন পাটবাড়ি মন্দিরের পাশে শাহাজান মোড় থেকে ৬ কেজি গাঁজাসহ একাধিক মামলার তিন আসামিকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

