করোনাভাইরাসের টিকা প্রয়োগে অনেক দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছে ১৩ কোটি মানুষ। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ১২ কোটির বেশি মানুষ। তবে, আগামী ৩ অক্টোবরের পর আর কোনো ব্যক্তিকে প্রথম ডোজের টিকা দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এদিকে এখনো পর্যন্ত দেশের এক কোটি ২০ লাখ মানুষ এখনো করোনা টিকার প্রথম দুই ডোজ নেয়নি। ৬ কোটি মানুষের বুস্টার ডোজ নেয়ার সময় হলেও মিলছে না তেমন সাড়া। এ সব মানুষের জন্য আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে সাত দিনের বিশেষ টিকা কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই সাতদিনের পর দেশে করোনা টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ।
সবাইকে টিকার আওতায় আনতে আবারো বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সারা দেশেই চলবে ক্যাম্পেইন। জেলা উপজেলাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দেয়া হবে টিকা। থাকবে ভ্রাম্যমাণ টিকা দলও।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর বলছে, লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা সংগ্রহ করেছে সরকার। ফলে টিকা না নিলে সেগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে।
সবার জন্য টিকা নিশ্চিত করতে ১৩ কোটি ৩০ লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্য সরকারের। এখনও প্রথম ডোজ নেয়নি প্রায় ৩০ লাখ মানুষ। আর দ্বিতীয় ডোজ নেয়নি ৯০ লাখ। দুই ডোজ নেয়ার পর চার মাস পার হয়েছে ৬ কোটি মানুষের।
এদিকে করোনা টিকাদানে সবচেয়ে এগিয়ে রাজধানী ঢাকা। আর পিছিয়ে আছে বরিশাল বিভাগ।

