পাকিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ঘটনায় দেশটির সামরিক বাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন মেজর পদের কর্মকর্তা।
রবিবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রবিবার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে ফ্লাইং মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হেলিকপ্টারের দুই পাইলটও আছেন।
তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে এলাকাটি সাম্প্রতিক বন্যার কবলে পড়েনি।
এর আগে গত আগস্টে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায়ও ছয়জন নিহত হন। দুর্ঘটনার আগে হেলিকপ্টারটি এক দিন নিখোঁজ ছিল। পরে বিধ্বস্ত অবস্থায় মুসা গথ অঞ্চলে সেটি পাওয়া গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়।
জাগো/আরএইচএম

