কেশবপুরে পৌর শহরেরর দে বড়ির পুকুরে মহালয়ার রোববার ভোরে তিলতর্পন অনুষ্ঠিত হয়েছে।
পুরহিত্য করেন বাসুদেব সেন গুপ্ত। পূর্বপুরূষের আত্মার উদ্দেশে জল নিবেদন করে তাদের সন্তুুষ্ট করাকে তর্পণ বলা হয়। ভগবান ও পূর্ব পুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়।
তিলতর্পন উদযান কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিৎ দাস বলেন, কেশবপুরে ২০১৪ সাল থেকে তিলতর্পণ অনুষ্ঠান শুরু হয় এবারের তিলতর্পনে দুই শতাধিক মানুষ অংশ নিয়েছে।

