ভারতের উত্তরাঞ্চলে গত ২৪ ঘণ্টায় খারাপ আবহাওয়ার কারণে কমপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এর মধ্যে বজ্রপাতের কারণে ১২ জনের মৃত্যু হয়েছে।
ত্রাণ কমিশনার রনবীর প্রসাদ জানিয়েছেন, দেশটির উত্তর প্রদেশে ভারি বৃষ্টির কারণে বাড়ি-ঘর ধসে পড়ে কমপক্ষে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় প্রয়াগরাজ শহরে বন্ধুর বাড়ির ছাদে ওঠার পর বজ্রপাতে মোহাম্মদ উসমান নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। তার বন্ধু আজনানও বজ্রপাতে আহত হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উসমানের বাবা মোহাম্মদ আয়ুব বলেন, তারা ছাদে ওঠার পরপরই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার ছেলের মত্যু হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, গত পাঁচ দিনে এ নিয়ে ৩৯ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছে। ফলে বজ্রপাত থেকে বেঁচে থাকতে কী করতে হবে সে বিষয়ে লোকজনকে নতুন করে নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বর্ষার মৌসুমে ভারতে বজ্রপাত যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বরে বজ্রপাতের ঘটনা বেশি দেখা যায়।
জাগো/আরএইচএম

