চাকলাদার পরিবহনে তল্লাশি চালিয়ে নারী গ্রেফতার, ২৫ ভরি সোনার গহনা উদ্ধার

আরো পড়ুন

ঝিনাইদহের সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে ২৫ ভরি সোনার গহনাসহ মুক্তা খাতুন (৩৪) নামের এক নারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের লক্ষীপুরের মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মুক্তা খাতুন কুমিল্লার চৌদ্দগ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

ঝিনাইদহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, কালীগঞ্জ থেকে ঢাকায় সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি দল। সে সময় দর্শনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহনে তল্লাশি চালিয়ে মুক্তা খাতুনকে আটক করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৫ ভরি ১৫ আনা ওজনের সোনার গহনা। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। মুক্তা খাতুন কালীগঞ্জ থেকে এসব গহনা ঢাকায় পাচার করছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ