দিনাজপুর শিক্ষাবোর্ডের স্থগিত ৪ বিষয়ের পরীক্ষা ১০-১৫ অক্টোবর

আরো পড়ুন

প্রশ্নপত্র ফাঁসে দিনাজপুর শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া ৪ বিষয়ের পরীক্ষা আগামী ১০ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্থগিত হওয়া পরীক্ষাগুলো নিতে নতুন সময়সূচি প্রকাশ করেছে দিনাজপুর শিক্ষাবোর্ড। সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত নতুন সময়সূচি অনুযায়ী ১০ অক্টোবর (সোমবার) গণিত, ১১ অক্টোবর (মঙ্গলবার) কৃষি শিক্ষা, ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) রসায়ন, আর পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর (শনিবার)।

প্রতিটি বিষয়ের পরীক্ষা আগের মতো সকাল ১১টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ হবে।

এর আগে গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) প্রশ্নপত্র ফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে, গণিত, পদার্থ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং রসায়ন বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করে আদেশ জারি করা হয়।

ওই ঘটনায় কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আর একজন পলাতক রয়েছে। এ ঘটনাকে দুঃখজনক ও লজ্জার বলে উল্লেখ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ