ভারত থেকে জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ

আরো পড়ুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপসহ বিশ্বব্যাপী জ্বালানি পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারত থেকে জ্বালানি পণ্য আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সম্প্রতি পরিশোধিত পেট্রোলিয়াম জ্বালানি আমদানির জন্য ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন “ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড”র (আইওসিএল) সঙ্গে চুক্তি সই করেছে।

চুক্তি অনুযায়ী আইওসিএল থেকে ডিজেল, জেট ফুয়েল, পেট্রল এবং সালফার কেনা হবে। শিগগিরই জ্বালানি পণ্য আমদানি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও ভারত দেশটি থেকে কম দামে জ্বালানি পণ্য কিনছে। বাংলাদেশ ভারতের মাধ্যমে এখন কম দামে রাশিয়ার জ্বালানি পণ্য পেতে পারে।

এর আগে আইওসিএল থেকে বাংলাদেশ ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৪ লাখ ৩০ হাজার মেট্রিক টন সালফার (০.০০৫%), ৫০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল এবং ৩০ হাজার মেট্রিক টন পেট্রল আমদানি করেছিল। তারও আগে অর্থবছর ২০০৫-০৬ এ বাংলাদেশ এই সংস্থাটি থেকে ৪ লাখ মেট্রিক টন পেট্রল কিনেছিল।

এছাড়া “ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের” মালিকানাধীন আসামের নুমালিগড় শোধনাগার থেকে বাংলাদেশ ২০১৭ সাল থেকে প্রায় ৮ লাখ মেট্রিক টন সালফার (০.০০৫%) আমদানি করেছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ