চৌগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা

আরো পড়ুন

যশোরের চৌগাছায় হাজেরা বেগম (৬০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

আজ বুধবার সকালে নিজ ঘরে থাকা বিষ পান করে তিনি আত্মহত্যা করেন। পরিবারের দাবি তিনি শারীরিক বিভিন্ন রোগের কারণে বিষ পানে আত্মহত্যা করেন।

মৃত হাজেরা বেগম উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের সুখপুকুরিয়া গ্রামের শের আলীর স্ত্রী।

মৃত হাজেরা বেগমের ছেলে ইকবাল হোসেন বলেন, আমার মা একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘ চার বছর আগে আমার মায়ের কঠিন রোগ হয়। তারপর থেকেই তিনি কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ঘটনার দিন তিনি শারীরিক যন্ত্রণা সইতে না পেরে নিজেদের ঘরে থাকা কীটনাশক বিষ পান করেন। বিষয়টি আমরা বুঝতে পেরে মাকে বাঁচাতে চিৎকার ও কান্নাকাটি শুরু করি। এ সময় আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক জুলকার নাইম তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ