কিশোরগঞ্জের হোসেনপুরে নৌকাবাইচ দেখতে গিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ এক কিশোর ও তার ভাতিজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
উপজেলার ব্রহ্মপুত্র সেতুর নিচ থেকে বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ওই দুজন হলো ১৫ বছরের সিফাত ও তার ৭ বছর বয়সী ভাতিজা ইয়াসিন। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার চরশাখচূড়া গ্রামে।
গত সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হোসেনপুরের সিদলা ইউনিয়নের সাহেবেরচর এলাকায় ব্রহ্মপুত্র নদে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ হয় দুইজন।
হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু জানান, বুধবার সকালে ব্রহ্মপুত্র সেতুর নিচে দুইজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ফায়ার সার্ভিসকে নিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
টিটু আরো জানান, সোমবার রাতেই আরেকজন নিখোঁজের তথ্য পাওয়া যায়। তার নাম শামীম।
হোসেনপুরের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম। পরিবারের দাবি, ডুবে যাওয়া নৌকাটিতেই ছিলেন তিনি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, সোমবার বিকেলে নৌকাবাইচ শেষে মানুষের ভিড়ে দুটি নৌকা ডু্বে যায়। সেগুলোতে দর্শনার্থী ছিল। এর একটিতে ছিল দুই শিশু।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় বাহিনীর দুটি ইউনিটের ৪ সদস্যের ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করে। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরদিন সকালে ফের অভিযান শুরু করেও মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকালে সেতুর নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়।
নৌকাডুবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটিতে দেখা যায়, নৌকা ডুবে যাওয়ার পর ইয়াসিনকে কোলে নিয়ে সাঁতার কাটছে সিফাত। পরে তাদের আর সন্ধান মেলেনি।
ধারণা করা হচ্ছে, ইয়াসিনকে বাঁচাতে গিয়ে ডুবে গেছে সিফাত।

