উইঘুর ও মুসলিম সংখ্যালঘুদের নির্যাতন ও কোণঠাসা করার ঘটনায় জাতিসংঘে কূটনীতিক ও মানবাধিকার কর্মীদের চাপের মুখে পড়েছে চীন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে জড়ো হওয়া বিশ্ব নেতাদের কাছে তারা এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছে। জিনজিয়াংয়ে চীন মানবতার বিরোধী অপরাধ করছে, দুই সপ্তাহ আগেই এমন যুগান্তকারী রিপোর্ট হাতে পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।
জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক বিশেষ রিপোর্টার ফেরনান্দ ডি ভারেনস বলেন, ‘আর বেশি সময় নিষ্ক্রিয় থাকা সম্ভব নয়। আমরা যদি শাস্তির ব্যবস্থা না করি, তাহলে কি ধরনের বার্তা দেওয়া হচ্ছে।’
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূত জেফরি প্রেসকট চীনে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বলেন, ‘এমন একটা দেশ আধুনিক জাতিসংঘ ব্যবস্থার কেন্দ্রে বসে আছে, এটা খুবই পীড়াদায়ক এবং অঘোরে প্রতিশ্রুতি ভঙ্গ করার পরও তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের মর্যাদাও উপভোগ করছে।’
২০১৮ সালে জাতিসংঘের এক রিপোর্টে উঠে আসে ১০ লাখের বেশি উইঘুরকে গোপন ক্যাম্পে রেখে নির্যাতন করা হচ্ছে। যদিও চীনের দাবি, নির্যাতন নয় উইঘুরদের দক্ষতা বাড়াতেই তাদের এই বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পে রাখা হয়।
জাগো/আরএইচএম

