জেলা পরিষদ নির্বাচনে ১৯ জেলায় একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথে। এছাড়াও মনোনয়ন যাচাই-বাছাইয়ে তিনজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২২ জন।
জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ঝালকাঠি, বরগুনা ও ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, ফেনী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা ও বাগেরহাট।
আট বিভাগের মধ্যে ঢাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানের সংখ্যা বেশি। এই বিভাগে ছয় জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এখানে চার জেলাতেই রয়েছেন একক প্রার্থী। এ ছাড়া বরিশাল ও রংপুর বিভাগে তিনজন করে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
রবিবার মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাগো/আরএইচএম

