যশোর জেলা ও দায়রা জজ আদালতে ৫৪ হাজার ৪৩৭ মামলা চলমান

আরো পড়ুন

যশোরের আদালতগুলোতে দ্রুত মামলা নিস্পত্তির তাগিদ দিয়েছেন উচ্চ আদালতের মনিটরিং কমিটির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

বিশেষ করে ১০ বছরের আগের মামলারগুলোর উপর দৃষ্টি দিতে বলেছেন তিনি।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুরাতন মামলাগুলো যদি দ্রুত নিস্পত্তি করা হয় তাহলে বিচারপ্রার্থীদের নিকট আইনের আস্থা আরো দৃঢ় হবে। বছরের পর বছর আর বিচার প্রার্থীদের আর অপেক্ষা করতে হবে না। আরো বেশি শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা যাবে।

এ কাজে বিচারক, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, আইনজীবী ও সাংবাদিকদের একসাথে কাজ করার আহবান জানান তিনি।

যশোর জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল।

জেলা ও দায়ার জজ বলেন, যশোরের আদালতে আমুল পরিবর্তন হয়েছে। বিচারকেরা সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছেন। যার ফলপ্রসুতি এখন বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পাচ্ছেন।

অনুষ্ঠানে বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক নিলুফার শিরীন, স্পেশাল জেলা ও দায়রা জজ সামসুল হক, নারী ও শিশু নির্যাতন দমন-১ এর বিচারক গোলাম কবির, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদসহ জজশিপ ও ম্যাজেস্ট্রিসির বিচারকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠান শেষে জেলা ও দায়রা জজ আদালতের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানের শুরুতে আদালতের বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয়। একইসাথে নানা সমস্যার বিষয়টি বিচারপতিকে অবগত করেন। এছাড়া যশোরের আদালতে মামলার পরিসংখ্যান তুলে ধরা হয়।

সেই পরিসংখ্যান অনুযায়ী, যশোর জেলা ও দায়রা জজ আদালতে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মামলা ছিলো ৫৪ হাজার ৪৩৭টি। চলতি বছরে মামলা দায়ের হয়েছে ১১ হাজার ১৩০টি। চলতি বছরে ১৩ হাজার ৩৭২টি মামলা নিস্পত্তি হয়েছে। তারমধ্যে ৪ হাজার ২০৮টি দেওয়ানী মামলা এবং ৯ হাজার ১৬৪টি ফৌজদারী মামলা । বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে ৫২ হাজার ১৫৪টি বিচারাধীন মামলা রয়েছে। তারমধ্যে দেওয়ানী রয়েছে ৩৩ হাজার ৯৪১টি ও ফৌজদারি রয়েছে ১৮ হাজার ২১৩টি মামলা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের দুই আদালত ও স্পেশাল জজ আদালতে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মামলা ছিলো ২৩২টি। চলতি বছরে মামলা দায়ের হয়েছে ১৮৫৫টি। এ দুই আদালতে ৮১১ মামলা নিস্পত্তি হয়েছে বর্তমানে বিচারাধীন রয়েছে ৩৩৭৬টি। এছাড়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মামলা ছিলো ২৪ হাজার ২৮২ টি। মামলা হয়েছে ১৪ হাজার ৭৫৪ টি। নিস্পত্তি হয়েছে ১২ হাজার ২২৩ টি বর্তমানে বিচারাধীন রয়েছে ২৬ হাজার ৮১৩ টি।

যশোর আদালতে চলতি বছরে ২৬ হাজার ৪০৬টি মামলা নিস্পত্তি হয়েছে। আদালতে চলতি বছরে মামলা দাখিল হয়েছে ২৭ হাজার ৭৩৯টি। বর্তমানে এসব আদালতে বিচারাধীন রয়েছে ৮২ হাজার ৩৪৩ টি।

উল্লেখ্য, বিচারপতি জাহাঙ্গীর হোসেন যশোরের বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া বিকেলে যশোরের সার্কিট হাউজে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও আইনকর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। রাতে যশোর ত্যাগ করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ