খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি মাদরাসার পুকুর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ডুমুরিয়া ফুলজান্নেছা তাহফিজুল কোরআন বহুমুখী মাদরাসার পুকুর থেকে মাশরাফি নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে ১২ বছর বয়সী মাশরাফি ওই মাদ্রাসার ছাত্র ছিলো।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, শুক্রবার বিকালে মাশরাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে মাদরাসার পুকুর থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাশরাফির স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

