বাগেরহাটে এসএসসি পরীক্ষার নিয়ম ভঙ্গ, তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

আরো পড়ুন

বাগেরহাটের চিতলমারীতে এসএসসি পরীক্ষার নিয়ম-শৃংখলা ভঙ্গ করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা এ অর্থদণ্ডাদেশ দেন।

অর্থদণ্ডাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চিতলমারী উপজেলা শাখার সভাপতি তাপস কুমার বাড়ৈর ভাই ভাই লাইব্রেরী, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিকদারের আসলাম লাইব্রেরী ও একটি ফটোকপির দোকান। প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা জানান, চিঠিদ্বারা অবগতি করার পরও ওই প্রতিষ্ঠানগুলো এসএসসি পরীক্ষার নিয়ম-শৃংখলা ভঙ্গ করে দোকান খোলা রাখে। সেই অপরাধে প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ডাদেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ