ইসরায়েলি হামলায় ৫ সিরিয় সেনা নিহত

আরো পড়ুন

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর দক্ষিণে অন্যান্য স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত পাঁচজন সিরিয় সেনা নিহত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের অধিকাংশই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে।

তবে ইসরায়েলের এ হামলার কারণে বিমানবন্দরের কোনো ফ্লাইট কার্যক্রমের ওপর প্রভাব পড়ছে কি না সে ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি।

মন্ত্রণালয়টি তাদের ওয়েবসাইটে জানায়, বাংলাদেশ সময় ভোর ৩টা ৪৫মিনিটের সময় ইসরায়েল বিমানবন্দর ও শহরের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহসহ সিরিয়া ও লেবাননের মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের ক্রমবর্ধমান বিমান সরবরাহ লাইনের ব্যবহার ব্যাহত করতে ইসরায়েল সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরদার করেছে।

সড়ক পথে বাধাগ্রস্ত হওয়ার পর তেহরান সিরিয়ায় তার বাহিনী ও মিত্র যোদ্ধাদের সামরিক সরঞ্জাম বহনের আরও নির্ভরযোগ্য উপায় হিসাবে বিমানে পরিবহন গ্রহণ করে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ