কুষ্টিয়ায় গায়ে একটি বস্তা পড়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র জিএম আখতারুজ্জামান জলিলের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তারুজ্জামান জলিল কুষ্টিয়া শহরতলীর কুমারগাড়া এলাকার মাদু মন্ডলের ছেলে। তিনি বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের লিমিটেডের সিনিয়র জিএম পদে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জলিলের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর এজাজুল হাকিম বলেন, আক্তারুজ্জামান জলিল বিআরবি গ্রুপের কারখানায় পরিদর্শনে গেলে লটের ওপরে থাকা এক টন ওজনের একটি বস্তা তার গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

