মাহির মা হওয়ার খবরে কি বললেন পরী

আরো পড়ুন

গত বছর ১৩ সেপ্টেম্বর প্রথম প্রহরে বিয়ের খবর প্রকাশ্যে আনেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের ঠিক এক বছর হওয়ার আগ মূহুর্তে (১২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে) এবার মা হওয়ার খবরটি জানান মাহি।

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মাহির মা হতে যাওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানাচ্ছে তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে তারকারাও। শোবিজের বহু তারকা তাকে শুভকামনা জানিয়ে লিখেছেন দু’চার কথাও। মাহির অন্তঃসত্ত্বা হওয়ার খবরে উচ্ছ্বসিত পরীমনিও।

মাহিকে শুভেচ্ছা জানিয়ে পরী লিখেছেন, ‘অভিনন্দন, মাহিয়া মাহি সরকার। দল ভারী হয়ে গেল আমাদের, লা লা লা। বাজি ফাটাবো, শুধু বাজি। অনেক দোয়া, অনেক ভালোবাসা।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি৷ এর আগে, ২০১৬ সালে ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সেই সংসার পাঁচ বছরের মাথায় ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ