ভারতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত

আরো পড়ুন

ভারতের তেলঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদে ইলেকট্রিক স্কুটারের শো-রুমে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত সোমবার দিবাগত রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, সোমবার রাত ১০ টা নাগাদ ইলেকট্রিক স্কুটারের ওই শো-রুমে আগুন লাগে এবং ভবনটির উপরের তলায় রুবি প্রাইডে নামের একটি হোটেলে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ৮ জনের মৃ্ত্যুর পাশাপাশি বেশ কয়েকজনের আহত হয়েছেন বলে জানিয়েছে কতৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে— ওই বাড়ির নিচে থাকা ইলেকট্রিক স্কুটারের শোরুমে বেশ কিছু স্কুটার চার্জে বসানো ছিল। পুলিশের ধারণা, শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় ২৪ জন সেখানে আটকা পড়েছিলেন। বাকিদের উদ্ধার করা হয়েছে।

তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহমুদ আলি জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ