কাল ঝিনাইদহ পৌরসভার ভোট, মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

আরো পড়ুন

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল ঘোষণার প্রায় তিন মাস স্থগিত থাকার পর ঝিনাইদহ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রবিবার (১১ সেপ্টেম্বর)।

গত ১৫ জুন এ পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় আদালতের আদেশে ১২ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করে ইসি। তবে আদালতের সিদ্ধান্তেই এ পৌরসভা ভোটের পুনরায় দিনক্ষণ ঠিক করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, ঝিনাইদাহ পৌরসভা ভোট যে পর্যায় থেকে স্থগিত হয়েছিল সে পর্যায় থেকে পুনরায় কার্যক্রম শুরু করে ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে টানা ভোটগ্রহণ চলবে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এ নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদের নিয়েই ভোট হবে। যে প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছিল আদালতের আদেশে নৌকা প্রতিকের প্রার্থী আবদুল খালেক প্রার্থিতা ফিরে পাওয়ায় তিনিও লড়বেন এ নির্বাচনে। এর বাইরে এ পর্যায়ে নতুন কোনো প্রার্থী যোগ হওয়ার সুযোগ নেই।

যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামানা বলেন, এ পৌর ভোট উপলক্ষে মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ও কিছু নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া, নির্বাচনের পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনে করা হয়েছে। তারা ভোটগ্রহণের দুই আগে থেকে পরের দিন নিয়োজিত থাকবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ