যশোর শিক্ষাবোর্ডের অধীনে গত বছরের তুলনায় এবারের এসএসসি পরীক্ষার্থী কমেছে প্রায় সাড়ে ১১ হাজার। সংশ্লিষ্টদের দাবি করোনা মহামারী ও বাল্যবিবাহসহ নানা কারণে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে।
যশোর শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২০২১ সালে পরীক্ষার্থী ছিল এক লাখ ৮১ হাজার ৬৮৭ জন। চলতি বছরে অংশ নিচ্ছে এক লাখ ৭০ হাজার ৩৭৭ পরীক্ষার্থী। নানা কারণে ঝরে গেছে ১১ হাজার ৩১০ জন শিক্ষার্থী। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বোর্ড কর্তৃপক্ষ।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ২০২২ সালে যেসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে, তারা ২০২০ সালে নবম শ্রেণিতে লেখাপড়া করতো। ওই সময় দেশে করোনা মহামারির কারণে তারা নিয়মিত স্কুলে যেতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অস্বচ্ছল পরিবারের মেয়েদের বাল্যবিয়ে হয়েছে। অনেকে ঝরে গেছে। এসব কারণে এবছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে।
তিনি আরো জানান, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৭০ হাজার ৩৭৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৮৫ হাজার ৫৯৯ ও ছাত্রী ৮৪ হাজার ৭৭৮ জন। মোট ২৯৩টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ যশোরে ৫২টি কেন্দ্রে অংশ নেবে ২৮ হাজার ৫২ পরীক্ষার্থী।

