চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট, কেরুজ ডিস্টিলারি ও ডিসি ইকো পার্ক পরিদর্শন করলেন বেসরকারি বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেনসহ ৩ সদস্যের প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে রয়েছেন, বেসরকারি বিমান ও পর্যটন অতিরিক্ত সচিব ও বিটিভির সিও আবু তাহের মোহাম্মদ জাবেদ, পর্যটন চেয়ারম্যান আলিকদর।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে প্রতিনিধি দল দর্শনা কেরুজ অতিথি ভবনে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, কেরুজ ব্যবস্থাপক মোশারফ হোসেন।
এরপর কেরুজ ডিস্টিলারি ও দর্শনা চেকপোস্ট পরিদর্শন করেন এ প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রতিনিধি দল ডিসি ইকোপার্ক হয়ে মেহেরপুরের উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, কেরুজ মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, ব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর।

