রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক

আরো পড়ুন

ব্রিটেনে সাত দশকেরও বেশি সময় ধরে রানির আসনে থাকা দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

সরকারপ্রধানের ঘোষণা অনুযায়ী শুক্র, শনি ও রোববার এ তিন দিন সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ রাজের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন বলে বিবৃতি দিয়ে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়, বালমোরালে রানি বৃহস্পতিবার বিকেলে শান্তিতে মারা গেছেন। রাতে রাজা ও রানির সঙ্গীরা বালমোরালেই অবস্থান করবেন এবং শুক্রবার তারা লন্ডনে ফিরবেন।

এর আগে রানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যের রাজা হিসেবে তার বড় ছেলে চার্লস সিংহাসনে আরোহণ করছেন। এর মধ্য দিয়ে তিনি হতে যাচ্ছেন যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৪টি দেশের শীর্ষ নেতা। চার্লসের বর্তমান বয়স ৭৩ বছর।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ