২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৮৮

আরো পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৮৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৩৩০ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৭৭ জনে।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৫ হাজার ২০৭টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৪৫৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৭ লাখ ৪৪ হাজার ১২০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ৪১ হাজার ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৪০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত মোট মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ এবং মোট সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ