বিএনপির নেতা–কর্মীদের জন্য পাবনায় কারাগার বানাতে অনুরোধ মায়ার

আরো পড়ুন

আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপির নেতা-কর্মীদের আটক করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে পাবনায় কারাগার নির্মাণের অনুরোধ জানিয়েছেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘বিএনপি যখন তখন, যা খুশি তাই বলেছে। আমরা বুঝেছি, যে পাগলে কিনা করে, ছাগলে কিনা খায়। এখন দেখছি পাগলকে বাঁধতে হবে। পাগলের বাড়াবাড়ি বেশি হয়ে গেছে। এদের পাবনায় না পাঠানো পর্যন্ত মানুষ নিরাপদ না।’

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘বিএনপি নেতাদের মিথ্যাচার বক্তব্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী এসব কথা বলেন।

আলোচনা সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘মানুষের জন্য আমরা রাজনীতি করি। মানুষ যদি নিরাপদ না থাকে, তাহলে মানুষ আমাদের ওপর আস্থা হারিয়ে ফেলবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব পাবনায় ১০টা কারাগার-পাগলাগারদ বানাতে। এদের আটকে রাখার জন্য। তাহলে মানুষ নিরাপদে থাকবে।’

আলোচনা সভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফারাক্কা বাঁধ, সিটমহল সমস্যা সমাধান করেছে আওয়ামী লীগ সরকার। বন্ধুদেশের সঙ্গে সম্মানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হচ্ছে; কোনো নতজানু পরাষ্ট্রনীতিতে নয়। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে।’

কামরুল ইসলাম আরো বলেন, ‘মানুষ জানে দেশের বাইরের কী অবস্থা। তারপরেও বিএনপি বিভ্রান্তি আর মিথ্যাচার বন্ধ করছে না। এটিই তাদের পুঁজি। এখন আবার তারা পথ বেছে নিয়েছে সন্ত্রাসের। জনগণের প্রতি তাদের আস্থা নেই।’

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধর, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির মহিলাবিষয়ক সম্পাদক সাদিয়া শারমিন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তালুকদার সারোয়ার হোসেন প্রমুখ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ