খুলনাসহ দেশের বিভিন্ন বিভাগে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

আরো পড়ুন

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে দেড় ঘণ্টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎহীন ছিল।

মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে বিদ্যুতের জাতীয় গ্রিডে সমস্যার কারণে বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহে জটিলতা সৃষ্টি হয়। যা বেলা আড়াইটা পর্যন্ত সরবরাহব্যবস্থা স্বাভাবিক হয়নি।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, সকাল ৯টা ২ মিনিটে হঠাৎ জেলার বিভিন্ন গ্রিডে একযোগে বিদ্যুতের সরবরাহ কমে যায়। আশপাশের জেলায় খোঁজ নিয়ে একই অবস্থার কথা জানা যায়। দেশের বিভিন্ন জায়গায় প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদিত হয়। তা গ্রিডের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। বিদ্যুৎ প্ল্যান্টের গ্রিডের কি ত্রুটি হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ