করোনাভাইরাস শনাক্তের হার ৬ দশমিক ৬৮ শতাংশ, মৃত্যু শূন্য

আরো পড়ুন

দেশে আবারো আবার করোনার শনাক্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২৩০ জন। ৩৩৩ জনের মধ্যে রাজধানীতেই ২৭৫ জন শনাক্ত হয়েছেন।

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৬৮ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩২৮ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ১৩ হাজার ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৮৭ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৫৭ হাজার ৪৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, দেশে ৮৮১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৯৯টি নমুনা সংগ্রহ এবং ৪ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৭১ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭২০ জন এবং নারী ১০ হাজার ৬০৮ জন।

নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ২৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ২ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ