যশোরে শহরের চাঁচড়া-ধর্মতলা মহাসড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
নিহতের (২৫) নাম পরিচয় এখনো জানা যায়নি। নিহত যুবকের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রবিবার (৪ সেপ্টম্বর) বিকেলে ৪/৫ জনের একদল সন্ত্রাসী ইজিবাইকের ভেতর এক যুবককে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ইমরান নামে আরেক যুবক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, নিহত যুবকের নাম-পরিচয় শনাক্তের জন্য তৎপরতা চলছে। একইসাথে হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত ও আটকের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

