রপ্তানি আয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

আরো পড়ুন

চলতি অর্থবছরের আগস্টে ৩৬ শতাংশ রপ্তানি বেড়েছে যা সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশ বেশি। পণ্য রপ্তানি হয়েছে ৪৬১ কোটি ডলারের।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, আগস্টে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৪৩০ কোটি ডলার। ইপিবির ওয়েবসাইটে আজ রবিবার (৪ সেপ্টেম্বর) রপ্তানির প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের গত দুই মাসে রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই মাসের চেয়ে ২৫ শতাংশ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আয় বেশি হয়েছে প্রায় ৫ শতাংশ। এই দুই মাসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৫৯ কোটি ডলার।

এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে এসেছে ৭১২ কোটি ডলার। অর্থাৎ বরাবরের মতো রপ্তানি খাতে আধিপত্য রেখেছে তৈরি পোশাক শিল্প। গত দুই মাসে এ খাতের রপ্তানি বেশি হয়েছে ২৬ শতাংশ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ