মিয়ানমারে ৩১ আগস্ট পর্যন্ত ১৫০০ জান্তা সেনা নিহত

আরো পড়ুন

মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫০ জনের বেশি প্রতিরোধযোদ্ধা নিহত হয়েছেন। এছাড়াও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে গত ১৫ মাসে দেশটির জান্তার প্রায় ১ হাজার ৫০০ সেনা নিহত হয়েছেন।

অঞ্চলটিতে ২০২১ সালে সামরিক জান্তার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু হয়। প্রায়ই কায়াহ রাজ্যে তীব্র গোলাগুলির পাশাপাশি বিমান ও ভারী কামানের গোলা হামলার খবর পাওয়া যাচ্ছে।

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রগ্রেসিভ কারেনি পিপল ফোর্স (পিকেপিএফ) নামের একটি গোষ্ঠী নথিভুক্ত করে। পিকেপিএফ জানায়, এলাকাটিতে ৪৫৪টি লড়াইয়ে গত ৩১ আগস্ট পর্যন্ত কায়াহ রাজ্যে ১ হাজার ৪৯৯ জান্তা সেনা নিহত হয়েছেন। অন্যদিকে প্রতিরোধযোদ্ধা নিহত হয়েছেন ১৫১ জন।

দক্ষিণাঞ্চলীয় শান রাজ্য সহ দ্য কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ), দ্য কারেনি আর্মিসহ (কেএ) বেশ কয়েকটি পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) কায়াহজুড়ে জান্তার বিরুদ্ধে লড়াই করছে।

একই সময়ে রাজ্যটিতে জান্তা বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তু ও প্রতিরোধ বাহিনীর ওপর প্রায় ১৫৮টি বিমান হামলা চালিয়েছে।

পিকেপিএফ আরো বলেছে, গত ১৫ মাসে কায়াহ রাজ্যে ২৬১ বেসামরিক ব্যক্তি ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ৬১ ব্যক্তি জান্তার হাতে নিহত হয়েছেন। জান্তা কর্তৃপক্ষ এ সময়ে ২৬১ জনকে গ্রেফতার করেছে।

এছাড়াও জান্তার বিমান ও কামান হামলার পাশাপাশি অগ্নিসংযোগের কারণে রাজ্যের ১ হাজার ১৮০টি বাড়ি ও ২৫টি ধর্মীয় ভবন ধ্বংস হয়েছে।

জান্তা কর্তৃপক্ষ খাদ্য সরবরাহের রুট বন্ধ করে দেওয়ার কারণে রাজ্যের মানুষ এখন খাদ্যসংকটের মুখোমুখি। বর্তমানে রাজ্যটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ।

মিয়ানমারের সামরিক জান্তা কায়াহ রাজ্যে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করেছে। তাঁরা গ্রামে গ্রামে অভিযান চালাচ্ছেন। প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও তাঁরা অভিযান চালাচ্ছেন।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশটির সামরিক জান্তা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ