যশোরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আরো পড়ুন

যশোরে মাদক মামলায় আমিনুর রহমান নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ আগস্ট) স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুর রহমান শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকাল এগারোটার পর বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা জানতে পারেন বাগআঁচড়ার বকুল চেয়ারম্যানের বাড়ির সামনে একজন মাদক বিক্রি করছে। পুলিশ তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় আমিনুর। বেলা সাড়ে এগারো টায় তাকে আহাদ কমিশনারের বাড়ির পাশ থেকে আটক করে পুলিশ। পরে তার ডান হাতে থাকা নীল একটি ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম হোরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাজ্জাদুর রহমান বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৭ জানুয়ারি উপ-পরিদর্শক যোগেশ চন্দ্র মন্ডল আদালতে চার্জশিট জমা দেন। মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। আসামি আমিনুর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

আদালতের স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা জানান, পলাতক আসামি আমিনুর রহমানকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আসামি পলাতক থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ